শতরান নয়, বিরাট কোহলির কাছ থেকে ম্যাচ জেতানো অবদান চান রাহুল দ্রাবিড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক বছরে ভারতীয় দলের সাফল্যের পিছনে বড় হাত রয়েছে বিরাট কোহলির। কিন্তু ইদানিং সময়ে ফর্ম ও অধিনায়কত্ব হারিয়ে বেশ চাপে রয়েছেন বিরাট। ভারতীয় ক্রিকেট ভক্তরাও আশা হারাচ্ছেন এই ম্যাচ উইনারের উপর। অনেকে বিরাটের বয়স বাড়ার কারণে ফিটনেসের অভাব তুলে ধরছেন।
যদিও এই সমস্ত আশঙ্কাকে উড়িয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন যে ৩৩ বছর বয়সী তারকা ব্যাটার ফর্মে ফেরার জন্য যা প্রয়োজনীয় সব কিছুই করছেন। এবং তিনি কোহলির থেকে বড় রানের পরিবর্তে ম্যাচ জেতানোর ক্ষেত্রে অবদান চাইছেন।
এই নিয়ে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে দ্রাবিড় বলেছেন, "আমি মানতে পারব না যে উনি (বিরাট) ৩০ বছর বয়সের খারাপ দিকে রয়েছেন। আমার মনে হয় উনি একজন অসামান্য ফিট মানুষ। আমার দেখা বিরট অন্যতম মানুষ যিনি সব থেকে বেশি পরিশ্রম করেন। ওনার ইচ্ছেশক্তি ও খিদে, ওনার পুরো মানসিকতাই ওনার পরিচয়। ওনার প্রস্তুতি এবং যেভাবে লেস্টারশায়ারের বিরুদ্ধে সেই পরিস্থিতিতে যেভাবে খেলেছেন, ৫০-৬০ রান করেছেন, তা অসাধারণ।"
লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে বিরাট দুই ইনিংসে যথাক্রমে ৩৩ ও ৬৭ রান করেছিলেন।
এরপর দ্রাবিড় বলেন, "উনি বুমরাহ সহ সকল বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে চেয়েছিলেন। তাই, আমার মনে হয় উনি সব কিছুই করছেন। ফর্মে ফেরার জন্য উনি যা প্রয়োজন সব কিছু করছেন।"
"খেলোয়াড় হিসেবে আপনি অনেক পর্যায়ের মধ্যে দিয়ে যান। আমার মনে হয় না আপনার অনুপ্রেরণা প্রয়োজন। মনে হয় না বিরাটের অনুপ্রেরণার অভাব রয়েছে। আপনি এই ধরণের সময়কে অতিক্রম করেন। কখনও আপনি ভালো ব্যাট করেন, কখনও কখনও আপনাকে তিন অঙ্কের দিকে তাকিয়ে থাকলে হবে না, যেখানে আপনি কেপটাউনের কঠিন উইকেটে ৭০ রান একটি অত্যন্ত ভালো ইনিংস।"
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এই নিয়ে দ্রাবিড় আরও বলেন, "হয়ত সেটিকে তিন অঙ্কের স্কোরে নিয়ে যেতে পারেননি, তবে সেটি ভালো একটি স্কোর ছিল।"
"অবশ্যই, ওনার মত মানুষের ক্ষেত্রে, যে মাণ উনি তৈরি করেছেন, যে সংখ্যক শতরান উনি করেছেন, মানুষ কেবল শতরানকেই সাফল্য হিসেবে তুলে ধরেন।"
শেষে দ্রাবিড় বলেন, "একজন কোচের দৃষ্টিভঙ্গিতে, আমরা ওনার থেকে কেবল ম্যাচ জেতানো অবদান চাই। তা ৫০ হোক, ৬০ রান হোক এরকম উইকেটে। হয়ত আগামীকালের উইকেটে, হয়ত একটি ৬০-৭০ রানের ইনিংস ম্যাচ বিজয়ী পারফর্মেন্স হিসেবে উঠে আসতে পারে। আমাদের একটি বড় স্কোর প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গিতে, তিন অঙ্কে তিনি পৌঁছবেন কিনা সে বিষয়ে আমাদের আগ্রহ নেই।"