হার্দিক পান্ডিয়ার এই পরামর্শেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচজয়ী শতরান করেছিলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের নির্নায়ক ওয়ানডে ম্যাচে জয়ী হয় ভারত। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন কিপার-ব্যাটার ঋষভ পন্থ। অপরাজিত ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে আসেন।
তবে শুধু পন্থ একা নন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হার্দিক পান্ডিয়াও। ৫৫ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৭২ রানে চার উইকেট পড়ার পর ঋষভ পন্থের সাথে ১৩৩ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। এবং সেই পার্টনারশিপের সময়ে, পন্থকে বিশেষ উপদেশ দিয়ে শান্ত করেন হার্দিক।
ম্যাচের পর নিজেদের পার্টনারশিপ নিয়ে হার্দিক বলেছেন, "আমাদের মধ্যে কথা হয়েছিল, একটি জুটি তৈরি করতে হবে, ম্যাচটিকে যতটা সম্ভব কাছে নিয়ে আসতে হবে, আর ম্যাচ শেষ করতে হবে। যদি আপনি চান তার পর মজা করতে, তাহলে মজা করতে পারেন। ম্যাচ আগে শেষ করতে হবে।"
এরপর হার্দিক বলেছেন, "আর তারপর উনি নিজেকে মেলে ধরেছিলেন। প্রত্যেকেই জানে যে যখন ঋষভ মারতে শুরু করেন, আপনাকে বসে পড়ে ওনাকে ব্যাট করার সুযোগ দিতে হবে।"
প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার ৪ উইকেট ও যুজবেন্দ্র চাহালের তিন উইকেটের সৌজন্যে ইংল্যান্ড ২৫৯ রানে অল আউট হয়। জবাবে ইংরেজ বোলারদের চাপে ব্যর্থ হয় ভারতীয় টপ অর্ডার। শেষে হার্দিক ও পন্থের জুটিতে ভারত জেতার জায়গায় চলে আসে। আর শেষ অবধি ৪৭ বল বাকি থাকতে ভারতকে জিতিয়ে ফেরেন পন্থ।