তুমি অনেকের কাছে অনুপ্রেরণা! দীনেশ কার্তিকের খেলায় অনুপ্রেরণা পান হার্দিক পান্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে জয় তুলে নেয় ভারত। আর এর জেরে টি২০ আন্তর্জাতিক সিরিজে ২-২ ফলে সমতা করে নেয় ভারত। শুরুতে ব্যাট করে ভারত ১৩তম ওভারে ৮১/৪ এ ছিল।
কিন্তু তারপর হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক ৬৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে ভালো জায়গায় নিয়ে আসেন। ৩৭ বছরের দীনেশ কার্তিক ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন, এবং এই ইনিংসের পর কার্তিকের প্রশংসায় মত্ত ক্রিকেট বিশ্ব।
এবার দীনেশ কার্তিকের প্রশংসায় মাতলেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের পর দুই তারকার মধ্যেকার কথোপকথন তুলে ধরে বিসিসিআই। এবং সেখানে দীনেশ কার্তিককে সকলের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন হার্দিক।
হার্দিক পান্ডিয়া বলেছেন, "আমায় এই কথাটা তোমায় বলতেই হবে, সত্যিই আমি তোমায় এটি বলতে চাই, তুমি অনেক মানুষকে তাদের জীবনে প্রচুর অনুপ্রেরণা প্রদান করেছো। আমার মনে পড়ে তোমার সেই কথাগুলি যখন তুমি দলে আসার বিবেচনার মধ্যেই ছিলে না, অনেকেই তোমার কথা বাদ দিয়েছিল।"
এরপর হার্দিক বলেন, "আমার সেই কথাগুলি মনে রয়েছে। তুমি আমায় বলেছিলে যে আমার লক্ষ্য হল আবারও ভারতের হয়ে খেলা এবং এই বিশ্বকাপ খেলা। আমি নিজের সর্বস্ব দেব, এবং তোমায় এগুলি অর্জন করতে দেখাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনেক মানুষ নতুন কিছু বিষয় শিখবে। শুভেচ্ছা আমার ভাই, তোমার জন্য গর্বিত।"
নিজের ৫৫ রানের ইনিংসে নয়টি চার ও দুটি ছক্কা মেরেছেন দীনেশ কার্তিক। এবং এর জেরে ৮২ রানের বড় জয় পায় ভারত। এখন সিরিজের নির্নায়ক ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।