মহেন্দ্র সিং ধোনির ৪১তম জন্মদিন উপলক্ষ্যে ৪১ ফুটের কাটওয়াটে উদযাপন ভক্তদের, দেখুন ছবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ৪১ বছর বয়সে পা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সুপারস্টার এই উইকেটকিপার ব্যাটসম্যানের প্রতি গোটা ভারতবর্ষ জুড়েই ভালোবাসা রয়েছে। আর মাহির জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের পাগলামোর নিদর্শন থাকবেই।
বৃহস্পতিবার এমনটাই দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। ৪১তম জন্মদিন উপলক্ষ্যে মহেন্দ্র সিং ধোনির ৪১ ফুটের বিশাল কাটআউট তৈরি করা হয়েছে। এবং সেই কাটআউটের ছবিটি বড়ই আইকনিক, যা ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচ জেতানো ছক্কাটি তুলে ধরেছে।
আর এই কাটআউটের ছবিটি মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর, মহেন্দ্র সিং ধোনি বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করছেন। সদ্য আইপিএল ২০২২ এ, ধোনি ১৪ ম্যাচে ১২৩ এর স্ট্রাইক রেটে ২২২ রান করেছেন। ফলে বয়স হলেও ব্যাটিংয়ে ধার কমেনি মাহির। আর গ্লাভস হাতে আজও তিনিই সেরা।