চার্লি গ্রিফিথের বাউন্সারের জেরে মাথায় প্লেট বসেছিল নরি কন্ট্রাক্টরের! ৬০ বছর পর সরল সেই প্লেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার নরি কন্ট্রাক্টের মাথা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হল লোহার প্লেট! কিন্তু এই লোহার প্লেটটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটের জন্য। ৬০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার চার্লি গ্রিফিথের বাউন্সারে আঘাত পাওয়ায় এই প্লেট বসেছিল নরি কন্ট্রাক্টরের মাথায়।
সদ্য ৮৮ বছরের এই কিংবদন্তি ক্রিকেটার মাথায় সেই প্লেটের জায়গায় যন্ত্রণা অনুভব করছিলেন। যার ফলে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় নরি কন্ট্রাক্টরকে। এরপর সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই প্লেট সরানো হয়।
নরি কন্ট্রাক্টরের পুত্র হোশেদারের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর ভালো রয়েছেন বাবা এবং শীঘ্রই ঘরে ফিরবেন। জানা গিয়েছে, নরির চামড়া ও প্লেটের সাথে খন্ডিত হচ্ছিল, ফলে লোহার জন্য চামড়ার কিছু অংশ খোয়া গিয়েছিল। এরপর ডাক্তাররা পরামর্শ দেয় লোহার সেই প্লেট সরানোর জন্য।
১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বার্বাডোসে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন চার্লি গ্রিফিথের বাউন্সারে আঘাত পান নরি কন্ট্রাক্টর। মাথায় আঘাত পাওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজে একাধিক অপারেশন হয় কন্ট্রাক্টরের মাথায়। এরপর তামিলনাড়ু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মাথায় প্লেট বসানো হয়।
আর সেই বাউন্সারের জেরে নরি কন্ট্রাক্টরের কেরিয়ার শেষ হয়, আর তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। যদিও ঘরোয়া ক্রিকেটে ১৯৭০-৭১ মরশুম অবধি খেলে গিয়েছেন। ভারতের হয়ে ১৯৫৫-১৯৬২ অবধি ৩১টি টেস্ট খেলেছেন, যেখানে ৩১.৫৮ গড়ে ১৬১১ রান করেছেন। এর মধ্যে একটি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে।