শুভমন গিলের ভারতকে সমীহ করছেন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন অধিনায়ক, নতুন সেট আপ - এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ ছুঁড়বে টিম ইন্ডিয়া? যদিও ইংল্যান্ডের হেড কোচ স্বয়ং ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন এই ভারতীয় দলের বিরুদ্ধে পরীক্ষার মুখে পড়বে তাঁর দল।
এই নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেছেন, "ওরা অসাধারণ একটি ক্রিকেটীয় দেশ, যারা এখানে অনেক প্রত্যাশা নিয়ে আসে, এবং আমরা মুখিয়ে রয়েছি ওদের বিরুদ্ধে নামার জন্য। ছেলেদের তরতাজা থাকাটা জরুরি। আমরা জানি একটি টেস্ট দল হিসেবে আমাদের কোথায় যেতে হবে।"
প্রথম তিনটি টেস্ট খেলতে পারবেন না ইংরেজ পেসার মার্ক উড। এদিকে লিডসে প্রথম টেস্টে খেলতে পারবেন না দুই পেসার জোফ্রা আর্চার ও গাস অ্যাটকিনসন। এই নিয়ে ম্যাককালাম বলেছেন, "আমাদের বেশ কিছু ভালো মানের বোলার থাকবেন না, তবে আমাদের খুব ভালো এবং সংমিশ্রিত বোলিং আক্রমণ রয়েছে। ক্রিস ওকস, স্যাম কুক, ব্রাইডন কার্স, জেমি ওভার্টন, জশ টাংয়ের মত উচ্চগতির পেসার রয়েছে।"
"আমাদের কাছে শোয়েব বাশির রয়েছে, যিনি প্রতিদিন টেস্ট ক্রিকেটে বেড়ে উঠছেন। আমরা জানি আমরা ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়ব, যেহেতু ওরা পুরো প্রস্তুত হয়েই আসবে।"