কোচ হিসেবে দারুণ সফল হবেন রাহুল দ্রাবিড়! আশা সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির অগাধ আস্থা রয়েছে তার দীর্ঘ সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়ের উপর। বর্তমানে ভারতীয় পুরুষ দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়, এবং সৌরভ মনে করেন, কোচ হিসেবে যথেষ্ট সফল হবেন রাহুল। পাশাপাশি পূর্বসূরি হেড কোচ রবি শাস্ত্রীর সাথে রাহুল দ্রাবিড়ের পার্থক্য নিয়েও কথা বলেছেন সৌরভ।
শনিবার কলকাতায় একটি ইভেন্টের পর রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে সৌরভ বলেন, "খেলোয়াড় হিসেবে ও (দ্রাবিড়) একজন চ্যাম্পিয়ন ছিল। কোচ হিসেবেও ও অনেক ভালো কাজ করবে, যেহেতু ও সৎ এবং ওর মধ্যে সেই প্রতিভা রয়েছে। ভারতের কোচ হিসেবে ও অনেক সফল হবে।"
কিন্তু কি কারণে মনে হয়েছে দ্রাবিড় সফল কোচ হবেন? এই নিয়ে সৌরভের বার্তা, "ও খুবই সচেতন এবং খুবই পেশাদার যেমনটা ও নিজের খেলার সময়ে ছিল। একমাত্র পার্থক্য হল যে ওকে ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে হয় না, যা আমার মনে হয় অনেক কঠিন ছিল কারণ ওকে বিশ্বের সেরা বোলারদের সম্মুখীন হতে হত, যা ও দীর্ঘ সময় ধরে দারুণভাবে করে এসেছে।"
শেষে দ্রাবিড়ের সাথে রবি শাস্ত্রীর কোচিংয়ের তুলনা নিয়ে সৌরভ বলেছেন, "ওরা দুইজন ভিন্ন মানুষ এবং ভিন্ন ব্যক্তিত্ব নিয়ে রয়েছে। একজন হল এমন যে আপনার পিছনে সব সময় থাকবে, যা ওনার শক্তি, আর অন্যজন চুপচাপ নিজের কাজ করে যাবে যেখানে ও সর্বকালের অন্যতম সেরা।"