শুধুমাত্র অর্থের জন্য তারা খেলবে না! আইপিএলের প্রতি ক্রিকেটারদের ঝোঁক নিয়ে বার্তা সৌরভের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ক্রমবর্ধমান আর্থিক মূল্য বৃদ্ধিতে বর্তমান সময়ের ক্রিকেটারদের আর্থিক পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে। এবং এর জেরে অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক ক্রিকেটকে ছেড়ে স্রেফ অর্থের জন্য আইপিএলের দিকে বেশি ঝুঁকছে ক্রিকেটাররা।
যদিও এই মতামতকে সমর্থন করেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন, আর্থিক ফ্যাক্টরটি খেলোয়াড়দের মাথায় থাকলেও সেটি অগ্রাধিকার হিসেবে জায়গা করবে না।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "প্রথমত, অর্থের সাথে পারফর্মেন্সের কোনও সম্পর্ক নেই। সুনীল গাভাস্কারদের সময় থেকে অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় অবধি, অর্থের পরিমাণ এখনকার মত কোনওমতেই ছিল না। কিন্তু প্রত্যেকের মধ্যে পারফর্ম করার খিদে ছিল। আমার মনে হয় না খেলোয়াড়রা শুধু অর্থের জন্য খেলবে।"
এরপর সৌরভ আরও যোগ করেন, "খেলোয়াড়রা ভারতকে প্রতিনিধিত্ব করার সম্মান ও মর্যাদার জন্য খেলেন। প্রতিটি খেলোয়াড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে চায়।"
এদিকে সম্প্রতি আইপিএলের মিডিয়া স্বত্ত্বাধিকারের মাধ্যমে যে বিপুল অর্থ আয় করেছে বিসিসিআই, সেটি দিয়ে ভারতীয় ক্রিকেটকে আরও শক্তিশালী করার প্রয়াসে রয়েছে ভারতীয় বোর্ড। এবং মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হবে।
এই নিয়ে সৌরভ বলেছেন, "এতে বিসিসিআই আরও ভালো পরিকাঠামো তৈরি করতে পারবে। এই অর্থ যাবে গ্রাসরুটে। এর ফলে বোর্ড সমস্ত বয়সভিত্তিক দল ও লিঙ্গ বিশেষে খেলোয়াড়দের বেতনও বাড়াবে। আমাদের মূল লক্ষ্য হল মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানোর। আমরা ইতিমধ্যেই ঘরোয়া ম্যাচের ফি বাড়িয়েছি এবং এই মরশুম থেকে এই সুবিধা পাবে।"
শেষে সৌরভ বলেছেন, "এবং আমি এও বিশ্বাস করি যে আরও বাচ্চারা ক্রিকেট খেলতে নামুক, যেহেতু এটি একেবারে যথাযথ কেরিয়ার অপশন হিসেবে তৈরি হয়েছে।"