শুভমন গিলের আউটটি কি সত্যিই ন্যায্য ছিল? কি বলছে এমসিসির নিয়ম?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের পাহাড়প্রমাণ স্কোর তাড়া করতে নামে ভারত। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল ঝড় তুলেছিলেন ভারতের হয়ে।
কিন্তু স্কট বোল্যান্ডের বলে খোঁচা মেরে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন গিল। তবে এই ক্যাচটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক রিপ্লেতে দেখা যায়, গ্রিন যখন ক্যাচ ধরেছেন, তখন দুই আঙুলের ফাঁক দিয়ে বলটি মাটিতে ছুঁয়েছিল। যার জন্য ক্ষোভপ্রকাশ করেন ভারতীয় সমর্থকরা। এমনকি ধারাভাষ্যে থাকা সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীও এই আউটের পক্ষে ছিলেন না।
কিন্তু খোদ এমসিসির নিয়ম অন্য কথা বলছে। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের 'ফেয়ার ক্যাচ' নিয়মে স্পষ্ট বলা হয়েছে, বল যদি পুরোপুরি হাতে আসে, তারপর যদি হাত বা বল মাটিতে লাগে, তাহলেও সেটিকে ক্যাচ হিসেবে গন্য করা হবে।
আরও পড়ুন - WTC Final 2023 : নিজের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন শুভমন গিল
এমসিসির ৩৩ নং আইনের ৩৩.২.২.১ ও ৩৩.৩ ধারা অনুযায়ী, বল যদি সবার আগে ফিল্ডারের হাতে আসে, আর তা যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, তাহলে তার পর যদি বল বা হাত মাটিতে লাগে, তাহলেও সেটি ক্যাচ হবে।
যেহেতু সম্প্রতি সময়ে আইসিসি সফট সিগনাল নিয়মটি তুলে দিয়েছে, ফলে এই রিপ্লের উপরই ভরসা করতে হয়েছিল তৃতীয় আম্পায়ারদের। তবে যা দেখা যাচ্ছে, তাতে এমসিসির নিয়মই মেনেছেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো।