সৌরভের নিরাপত্তা বলয় শুনলে অবাক হয়ে যাবেন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নিরাপত্তার বিষয় বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। খবর অনুযায়ী, সৌরভ গাঙ্গুলির নিরাপত্তার জন্য 'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তার পরিবর্তে 'জেড' ক্যাটেগরি করা হচ্ছে। অর্থাৎ প্রাক্তন বিসিসিআই সভাপতি পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সরকারি নেতাদের মতোই একই রকম কঠোর নিরাপত্তা।
১৬ই মে, সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়িতে একটি মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 'ওয়াই' ক্যাটেগরি নিরাপত্তার মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন ক্যাটেগরির নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়।
'জেড' ক্যাটেগরিতে ঠিক কী কী সুবিধা পাবেন বাংলার গর্ব? শোনা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি যেখানেই যাবেন, তাঁর সাথে থাকবেন ৮ থেকে ১০ জন পুলিশ অফিসার। নিরাপত্তা কর্মীদের অনুমতি ছাড়া কেউ সৌরভ গাঙ্গুলির বাড়িতে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও ২/৬ বীরেন রায় রোডে সৌরভের বাড়ির সামনে থাকবে ছোট একটি পুলিশ বুথ।
সাধারণত 'জেড' ক্যাটেগরি নিরাপত্তায় ৪ থেকে ৬ জন এনএসজি কম্যান্ডো সহ মোট ২২ জন নিরাপত্তা কর্মী থাকেন।
'ওয়াই' ক্যাটেগরি নিরাপত্তায় সৌরভ গাঙ্গুলি তাঁর বেহালার বাড়ির সুরক্ষার জন্য তিন জন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পেতেন।
মঙ্গলবার সৌরভ গাঙ্গুলির বেহালার অফিসে সরকারি প্রতিনিধিরা আসেন এই বিষয় কথা বলতে, যেখানে উপস্থিত ছিলেন লাল বাজার এবং স্থানীয় পুলিশ স্টেশনের পুলিশ অফিসাররা।