মোহনবাগান জার্সিতে খেলবেন রিঙ্কু সিং? এল বড় খবর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই ফুটবলে একের পর এক বড় ধামাকা দিয়ে চলেছে মোহনবাগান, এবার ক্রিকেটেও বড় চমক দিতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
আসন্ন পি সেন ট্রফির জন্য সেরা দল বানাতে উদ্যোগী মোহনবাগান। এবার যা খবর, গত আইপিএলের সুপারস্টার হয়ে ওঠা রিঙ্কু সিংকে খেলার প্রস্তাব দিয়েছে মোহনবাগান।
এর আগে মোহনবাগানের জার্সিতে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি। এদিকে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও কপিল দেব। এবার সেই ঐতিহ্য মেনে রিঙ্কুকে আনার প্রয়াস করল মোহনবাগান।
সদ্য আইপিএলে ঝড় তুলেছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। এর মধ্যে রয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর চিরস্মরণীয় মুহুর্ত।
আরও পড়ুন - জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না কেকেআরের নায়ক রিঙ্কু সিং
কিন্তু যা খবর, মোহনবাগানের প্রস্তাব নাকচ করেছেন রিঙ্কু। তবে এতে ক্ষান্ত হওয়ার কিছু নেই মোহনবাগান সমর্থকদের।
যা খবর, দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেলা অলরাউন্ডার ললিত যাদব ও মুম্বাই ইন্ডিয়ান্সের দীপক পুনিয়াকে আনতে চলেছে মোহনবাগান।
এখন দেখার, আসন্ন পি সেন ট্রফিতে কেমন দল তৈরি করে মোহনবাগান।