ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় দল ঘোষণা কবে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ২৭ জুন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। পুরো সিরিজ বা সিরিজের কিছু অংশের জন্য কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ শুধুমাত্র টেস্ট দলে থাকতে পারেন।টেস্ট দলে নতুন মুখ হতে পারে যশস্বী জয়সওয়াল। টি-২০ ও একদিনের ক্রিকেটে দলের অংশ হতে পারেন। আরশদীপ সিং, সঞ্জু স্যামসন এবং উমরান মালিকের মতো খেলোয়াড়রা।
টেস্ট দল থেকে পূজারার বাদ পড়ার বিষয়ে আলোচনা চলছিল তবে এখনও নিশ্চিত হয়নি বিষয়টি। রোহিত যদি ক্যারিবিয়ান সফরে না থাকেন, তাহলে দলের নেতৃত্ব দেবেন চেতেশ্বর পূজারা। হার্দিক পান্ডিয়া ওডিআই এবং টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
সঞ্জু স্যামসনকে সাদা বলের সিরিজে ডাকা হতে পারে। ইশান কিষানের সঙ্গে দলে যোগ দেবেন তিনি। রুতুরাজ গায়কওয়াড়, রিঙ্কু সিং, হর্ষাল প্যাটেল এবং কুলদীপ যাদবকেও দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।ভারতীয় দল ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার আগে ডমিনিকা এবং ত্রিনিদাদে দুটি টেস্ট ম্যাচ খেলবে।