তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ অজিদের হাতে, ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তৃতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ১২৩। দিনের শেষ অজিরা এগিয়ে ২৯৬ রানে। ৪১ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন। ৬ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন।
তৃতীয় দিনে শুরুতে অজিঙ্ক রাহানে ও কেএস ভরত ভারতের ইনিংস শুরু করেন। প্রত্যাবর্তন ম্যাচে শতরান হাঁকানোর স্বপ্নপূরণ হল না রাহানের। লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের শুরুতেই কামিন্সের বলে স্লিপে অনবদ্য ক্যাচে ৮৯ রানে রাহানেকে ফেরান ক্যামেরন গ্রিন। ৬৩ ওভার শেষে ভারতের রান তখন ৭ উইকেট হারিয়ে ২৬৩। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শার্দুল ঠাকুর। চার মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এরপরের ওভারেই আউট হন শার্দুল ঠাকুর। ৫১ রানে তাঁকে সাজঘরে পাঠান গ্রিন। ২৯২ রানেই নবম উইকেট হারিয়ে ফেলে ভারত। ২৯৬ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দল। লাঞ্চের পর মাত্র ৩৬ রানের ব্যবধানে চার উইকেট হারায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: প্রথম ইনিংস শেষে ১৭৩ রানে পিছিয়ে ভারত
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই ডেভিড ওয়ার্নারকে মাত্র ১ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথকে ৩৪ রানে সাজঘরে ফেরান রবীন্দ্র জাডেজা। ৮৬ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথের পর প্রথম ইনিংসে শতরানকারী আরেক তারকা ট্র্যাভিস হেডকেও সাজঘরে পাঠান রবীন্দ্র জাডেজা। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেট হারিয়ে ১২৩। তৃতীয় দিনের শেষে আপাতত ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।