বেঙ্গালুরুর পদপিষ্টকান্ডে দায়ী বিরাট! কোহলির নামে থানায় অভিযোগ দায়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শহরে তারই উৎসবে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন মানুষ। এই ঘটনার জন্য এবার দায়ী করা হচ্ছে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। সেই কারণে থানায় অভিযোগও জানানো হয়েছে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন শিবমোগা জেলার সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ। কাবন পার্ক থানার তরফ থেকে জানানো হয়েছে, বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
তবে এখনই বিরাট কোহলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। এফআইআর অনুযায়ী তদন্ত চলাকালীন এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। যা খবর, এই ঘটনার পর স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনের বাড়িতে চলে গিয়েছেন বিরাট।