ভারতের বিরুদ্ধে সিরিজে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার! ছিটকে গেলেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারতকে চার উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের সাথে ৫ ম্যাচের সিরিজে ২-০ এর লিড নেয় প্রোটিয়ারা।
কিন্তু এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।
রবিবার টসে অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছিলেন, চোটের কারণে এদিন খেলবেন না ডি কক। এরপর সম্প্রচারকারীদের ম্যাচ পরবর্তী শোয়ে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ জানান যে ডি ককের চোট গুরুতর এবং আসন্ন ইংল্যান্ড সফরের আগে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।
যদিও এই খবর ভারতীয় দলের জন্য সুখবর হতে পারত, তবে রবিবার ডি ককের পরিবর্ত হিসেবে নামা হেনরিখ ক্লাসেন দুর্ধর্ষ ব্যাটিং করেন। ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন ক্লাসেন।