ঝাড়খন্ডের বিরুদ্ধে জিতেও সতর্ক অরুণ লাল, বাংলা দলের এক্স ফ্যাক্টর তুলে ধরলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে ঝাড়খন্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করল বাংলা। আর গোটা ম্যাচে বাংলার দাপট ছিল দেখার মত।
এবার এই জয়ে দারুণ খুশি বাংলার হেড কোচ অরুণ লাল। ম্যাচের পর তিনি বলেছেন, "দলের পারফর্মেন্সে খুব খুশি। খুব ভালো লাগছে, তবে আমাদের লক্ষ্য হল ট্রফি জেতা এবং এতে আমরা এক কদম এগিয়েছি। ছেলেরা আগামীকাল পুরো দিন ছুটি পাবে এবং তার পরের দিন অনুশীলন করব।"
এই ম্যাচে বাংলার লোয়ার অর্ডার ব্যাটারদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। এই নিয়ে অরুণ লাল বলেন, "আমি বিশ্বাস করি যে অল রাউন্ডারদের নিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ। এখন যদি আপনি বোলার হন তাহলে আপনাকে ব্যাট করতে হবে, আপনি যদি ব্যাটার হন তাহলে আপনাকে বল করতে হবে। আর আপনি যদি দুটি এক সাথে করেন যেমন সায়ন, শাহবাজ ও ঋত্তিক চ্যাটার্জি করেছে, আমরা অবশ্যই এগোব। যদি আপনাকে আপনার প্রতিপক্ষের উপর দাপট দেখাতে হয়, তাহলে আপনার সাত থেকে দশ নম্বর ব্যাটারদের বাকিদের থেকে ভালো হতে হবে। বাকি দলগুলিতেও প্রথম ছয় স্থানে ব্যাটাররা থাকে, পার্থক্যটা বাকিদের মাধ্যমেই করতে হবে।"
অভিজ্ঞ তারকা মনোজ তিওয়ারির ব্যাটিংয়ে মুগ্ধ অরুণ। তিনি বলেছেন, "আমি মনোজের উপর মুগ্ধ। উনি সম্প্রতি খুব একটা ক্রিকেট খেলেননি, ক্লাব ক্রিকেটেও তেমন সময় পাননি, হাঁটুর সমস্যার জন্য ওনার ফিটনেসে বিঘ্নতা এসেছিল। কিন্তু খেলার প্রতি ওনার দায়বদ্ধতা অনুপ্রেরণাদায়ক। আমি ওনাকে সব সময়ে নেটে দেখেছি এবং ওনার ফর্মে ফিরে আসাটা আমাদের সব থেকে বড় পাওনা হবে। উনি একজন কিংবদন্তী, বাংলার সেরা পাঁচ ক্রিকেটারদের একজন হবেন। ওনার ফর্ম আমাদের একটি শক্তিশালী দল করে তুলেছে।"