১১ জনের মৃত্যুর শাস্তি! বেঙ্গালুরু থেকে একাধিক বড় ম্যাচ সরিয়ে নিচ্ছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কর্ণাটক ক্রিকেট সংস্থা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যানেজমেন্টের গাফিলতির জন্য প্রাণ হারিয়েছেন ১১ জন মানুষ। বিরাট কোহলিদের উৎসব যেন হাহাকারে পরিণত হয়েছিল। এবার তারই খেসারত ভুগছে হচ্ছে কর্ণাটক ক্রিকেট সংস্থাকে।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আগামী ১৩-১৯ নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল, তা রাজকোটে সরানো হয়েছে। কিন্তু কী কারণে সিরিজটি সরানো হয়েছে, তা জানায়নি বিসিসিআই বা কর্ণাটক ক্রিকেট সংস্থা।
শুধু তাই নয়, চিন্নাস্বামীতে এই ওয়ানডে সিরিজের আগে দুই এ দলের মধ্যে চার দিনের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি সরিয়ে আনা হয়েছে সেন্টার অফ এক্সেলেন্সে। এছাড়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে যে ম্যাচগুলি চিন্নাস্বামীতে হওয়ার কথা ছিল, সেগুলিও সরে যেতে পারে। বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে, যার মধ্যে রয়েছে উদ্বোধনী ম্যাচ, দুটি গ্রুপ পর্বের ম্যাচ, একটি সেমি ফাইনাল ও একটি ফাইনাল।