ইংল্যান্ডে পৌঁছনো টিম ইন্ডিয়ার ছবি শেয়ার করল বিসিসিআই, দেখা নেই রোহিতের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী জুলাই মাসে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট খেলার জন্য বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল টিম ইন্ডিয়া। আর সেই যাত্রার ছবি শেয়ার করেছে বিসিসিআই।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, চেতেশ্বর পুজারা ও জসপ্রীত বুমরাহ সহ অনেকে বেশ আনন্দ করছে। এছাড়া দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজাকে, যিনি সদ্য আইপিএলে চোটের কারণে একাধিক ম্যাচ খেলতে পারেননি।
এছাড়া নিজের সোশ্যাল মিডিয়ায় চেতেশ্বর পুজারা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে কোহলি, জাদেজা, শার্দুল ঠাকুর, শুভমন গিল, প্রসিধ কৃষ্ণা ও কেএস ভরতকে দেখা গিয়েছে। সেই ছবির ক্যাপশনে পুজারা লিখেছেন, "পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি।"
তবে আশ্চর্যজনকভাবে, এই সমস্ত ছবিগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়নি টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে। এই নিয়ে ভক্তরাও অভিযোগ করেছেন। এমনকি, পাওয়া যায়নি সহ অধিনায়ক কেএল রাহুলকেও। যদিও চোটের কারণে তিনি আপাতত রিহ্যাবে রয়েছেন বলেই খবর।
ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। বার্মিংহ্যামের এজবাস্টনে এই সিরিজের পঞ্চম ম্যাচ আয়োজিত হবে।