বেহালার ঐতিহ্যশালী বাড়ি ছেড়ে এবার ৪০ কোটি টাকার এই বিলাসবহুল জায়গায় থাকবেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেহালা চৌরাস্তার ২/৩ বীরেন রায় রোড (ইস্ট) ঠিকানাটি শুধু বাঙালির জন্য নয়, দেশবাসীর জন্য সুপরিচিত। কারণ এখানেই বড় হয়ে ওঠা বাঙালির অন্যতম বড় আইকন তথা দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তবে এবার সেই ঐতিহ্যশালী বাড়িটি ছাড়ছেন সৌরভ।
পরিবারের সূত্র মারফত খবর, কলকাতার বুকে ৪০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করছেন সৌরভ, যার ঠিকানা ৮/১এ লোয়ার রডন স্ট্রিট। ২৩.৬ কাঠার জমি বিশিষ্ট এই সম্পত্তিটি সৌরভ কিনেছেন শহরের ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও নিকুঞ্জ দাস বিনানি।
এই জমিতে দোতলা একটি বিল্ডিং রয়েছে, যা পুনরায় নির্মিত করাবেন সৌরভ। এছাড়া এই জমিতে একটি সুন্দর বাগানও রয়েছে।
এছাড়াও সৌরভের মধ্য লন্ডনে একটি বাড়ি রয়েছে, যা টেমস নদী ও লন্ডন আইয়ের একেবারে সামনে রয়েছে।