সব জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি নিজেই! জানালেন আসল সত্যিটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিকেলে সৌরভ গাঙ্গুলি একটি বিশেষ টুইট করে, যার পরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়া থেকে শুরু করে রাজ্যসভায় মনোনীত হওয়া, রাজনীতিতে প্রবেশ - কিছুই বাকি ছিল না।
কিন্তু এবার সব জল্পনা সাফ করে দিলেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার সন্ধ্যেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান, বিশ্বজুড়ে তিনি একটি শিক্ষামূলক অ্যাপ প্রতিষ্টা করতে চলেছেন, আর সেই নিয়েই ছিল টুইটটি।
বুধবার এক্সট্রা টাইম নিশ্চিত করেছিল, একটি ব্র্যান্ড প্রোমোশনের জন্য এই টুইটটি করেছিলেন সৌরভ, এবার তাতে শিলমোহর দিলেন স্বয়ং মহারাজই।
কয়েক দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন সৌরভের বেহালার বাড়িতে, করেন নৈশভোজনও। যার পরে সৌরভের রাজনীতিতে প্রবেশের জল্পনা বাড়ে। যদিও সৌরভ জানান, সেটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল।