সিরিজ জয়ের পরে টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি, নিলেন শাস্ত্রী-কোহলির নামও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে হারের পর স্বভাবোচিত উপায়ে ফিরেছে ভারত। প্রথম টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জয়, এবার ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।
আর ভারতীয় দলের এই পারফর্মেন্সে আপ্লুত সৌরভ গাঙ্গুলি। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি সহ কৃতিত্ব দিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকেও। এছাড়া ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ারও প্রশংসা করেছেন সৌরভ।
নিজের টুইটারে সৌরভ লিখেছেন, "ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্মেন্স, ওদের দেশে খেলা সহজ নয়। টেস্টে ২-২, টি২০ ও ওয়ানডেতে জয়। দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবি শাস্ত্রী দারুণ কাজ করেছেন। পন্থ কেবলই স্পেশ্যাল, এমনকি পান্ডুও (হার্দিক পান্ডিয়া)।"
কিন্তু কেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর নাম নিলেন সৌরভ? কেন খারাপ পারফর্ম করা বিরাট কোহলির নামও তুলে আনলেন? ২০২১ সালে যখন ইংল্যান্ড ও ভারতের অসমাপ্ত টেস্ট সিরিজ হয়েছিল, সেই সময়ে ভারতের হেড কোচ ছিলেন শাস্ত্রী এবং অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। আর চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে করোনা সংক্রমণের জেরে খেলা স্থগিত হয়েছিল।