ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, ফের বাছা হল নতুন অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে তারা তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে। এবার সেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত।
এবং এই সিরিজে আবারও ভিন্ন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল। ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এদিকে সহ অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডে সফররত টেস্ট দল থেকে শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ সুযোগ পেয়েছেন এই ওয়ানডে দলে।
এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহের মত অভিজ্ঞদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজের জন্য। বিশ্রাম পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামিও। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা উমরান মালিক ও রাহুল ত্রিপাঠী সুযোগ পাননি। আশা করা যায়, টি২০ আন্তর্জাতিক সিরিজে তারা সুযোগ পাবে।
আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই পোর্ট অফ স্পেনে আয়োজিত হবে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল - শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।