শুভমন-পন্থের নেতৃত্বে নতুন ভারতের ঘোষণা, ইংল্যান্ড সফরের দলে একাধিক চমক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা ছিল, তাই হল। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অধিনায়ক হিসেবে ঘোষিত হলেন শুভমন গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর এবার নেতৃত্বের ভার তরুণ এই ওপেনারের কাঁধে। এদিকে শুভমনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ঋষভ পন্থ।
শনিবার সাংবাদিক বৈঠকে বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া ও প্রধান নির্বাচক অজিত আগরকার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেন। একাধিক নতুন মুখ সহ কার্যত নতুন প্রজন্মের ভারতীয় ব্রিগেড ঘোষণা করা হয়েছে।
বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর, স্কোয়াডে সুযোগ পেয়েছেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়া পেসার আকাশ দীপ তো রয়েছেন। এছাড়া নতুন মুখ বলতে, আইপিএলে দুরন্ত পারফর্ম করা সাই সুদর্শন এবং টি২০ আন্তর্জাতিকে ভারতের অন্যতম ভরসা আর্শদীপ সিং টেস্ট দলে সুযোগ পেলেন। এদিকে রঞ্জি ট্রফিতে রানের বন্যা বইয়ে দেওয়া করুণ নায়ারও দলে।জায়গা পেয়েছেন।
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।