ইংল্যান্ডকে দাপটে হারিয়ে রেকর্ড সপ্তমবার বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার মেয়েরা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার হ্যাগলে ওভালে মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে দাপটে হারিয়ে রেকর্ড সপ্তমবার খেতাব জিতল অস্ট্রেলিয়া। ব্যাটে অসাধারণ পারফর্মেন্সের পর এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল ফলাফল, আর বোলিংয়ে বাকি কাজটাও সারল অজিরা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৫৬/৫ এর বিশাল স্কোর খাঁড়া করে অস্ট্রেলিয়া। ওপেনার ও উইকেটকিপার অ্যালিসা হিলি ১৩৮ বলে ১৭০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। এছাড়া আর এক ওপেনার র্যাচেল হেনেস ৬৮ ও বেথ মুনি ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
ইংল্যান্ডের অ্যানা শ্রুবসোল (৩-৪৬) ছাড়া বাকি বোলাররা প্রচুর রান দিয়ে বসেছিলেন। কেউই সেরকম চাপ তৈরি করতে পারেননি, যার জেরে অস্ট্রেলিয়া এই বিশাল স্কোর খাঁড়া করে।
এই বিশাল লক্ষ্যের জবাব ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের কাছে ছিল না। শুরু করেও একের পর এক আউট হন টামসিন বিউমন্ট (২৭), অধিনায়িকা হিথার নাইট (২৬), সোফিয়া ডাংকলি (২৩) প্রমুখ। তবে আত্মসমর্পণ করেননি ন্যাট স্কিভার।
একা দাঁড়িয়ে থেকে শেষ অবধি লড়াই চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যান স্কিভার। ১২১ বলে অপরাজিত ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন স্কিভার, তবে তাকে সঙ্গত দেওয়ার মত কেউই ছিলেন না। যার ফলে ৪৩.৪ ওভারে ২৮৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং (৩-৬৪) ও জেস জোনাসেন (৩-৫৮)। এছাড়া মেগান স্কুট (২-৪২) ও ভালো বোলিং করেন।