ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও একটি আইসিসি টুর্নামেন্টে আশা ভাঙল টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও এক ফাইনালে হারল ভারত। শনিবার ওভালে ভারতকে ২০৯ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন - শুভমন গিলের আউটটি কি সত্যিই ন্যায্য ছিল? কি বলছে এমসিসির নিয়ম?
শনিবার পঞ্চম দিনে ২৮০ রান করতে নামেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। কিন্তু স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (৪৯)। সেই ওভারেই আউট হন রবীন্দ্র জাদেজাও (০)।
পরপর দুই উইকেট পড়ায় ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। এরপর জমে ওঠা রাহানেকে (৪৬) আউট করেন মিচেল স্টার্ক।
এরপর নিজের জাদু দেখান নাথান লিয়ঁ। শ্রীকর ভরত, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজকে আউট করে প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করেন এই অভিজ্ঞ স্পিনার। মাত্র ২৩৪ রানে অল আউট হয় ভারত।
চতুর্থ ইনিংসে সর্বাধিক চারটি উইকেট নেন লিয়ঁ। তবে আসল কাজটি করেন বোল্যান্ড। জশ হেজলউডের পরিবর্ত হিসেবে খেলা এই অভিজ্ঞ পেসার শেষ ইনিংসে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার উইকেট নিয়ে ভারতের আশা ভেঙে দেন।
তবে ম্যাচের যোগ্য সেরা হন ট্র্যাভিস হেড। প্রথম ইনিংসে ১৬১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় রানে নিয়ে যান হেড। এই জয়ের ফলে এবার টেস্ট ক্রিকেটেও বিশ্বজয়ীর তকমা অর্জন করল অস্ট্রেলিয়া।