পাকিস্তানের হাইব্রিড মডেল মেনেই হবে এশিয়া কাপ ২০২৩

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আসন্ন এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসান ঘটল। যা খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন হাইব্রিড মডেলে রাজি হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যা সম্ভাবনা, আগামী মঙ্গলবার এই নিয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে।
এর ফলে, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম এশিয়া কাপের চারটি ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে শ্রীলঙ্কার গল ও ক্যান্ডি বাকি নয়টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে রয়েছে ফাইনালও। আগামী ৯ সেপ্টেম্বর ৫০ ওভার ফর্ম্যাটের এই টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এই নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তাদের সাথে। এমনকি, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে ওভালে এক সাথে খেলা দেখেন জয় শাহ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ওমান ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ খিমজি।
আরও পড়ুন - সুখবর ভারতীয় ক্রীড়া প্রেমিদের জন্য! এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ এবার দেখুন বিনামূল্যে
এই হাইব্রিড মডেল মেনে নেওয়াতে, আগামী অক্টোবর-নভেম্বর মাসে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে আসতে পাকিস্তানের কোনও অসুবিধা হবে না, এমনটাই ধারণা করা যায়।