বাংলা দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন অরুণ লাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য রঞ্জি ট্রফিতে বাংলার দুর্দান্ত খেলা সত্ত্বেও খেতাব পাওয়া থেকে বঞ্চিত হয় তারা। সেমি ফাইনালে মধ্যপ্রদেশের কাছে হারতে হয় বাংলাকে।
আর এই পরিস্থিতিতে এবার হেড কোচ হারাল বাংলা। বাংলা দলের হেডস্যার অরুণ লাল মঙ্গলবার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। ইডেনে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা সিএবি যুগ্ম সচিব স্নেহাশিস গাঙ্গুলিকে জানান। যদিও সেই সময় উপস্থিত ছিলেন না সভাপতি অভিষেক ডালমিয়া।
যদিও অরুণ লাল জানিয়েছেন, শারীরিক ক্লান্তির কারণেই তিনি অব্যাহতি চেয়েছেন। ফলে নিঃসন্দেহে বড় ক্ষতি বাংলা দলের। ২০২০ সালে বাংলাকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন অরুণ লাল।
এদিকে নতুন কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লা বা সৌরাশিস লাহিড়ির নাম এগিয়ে রয়েছে। অনেকে চাইছেন রঞ্জি জয়ী মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেও। এখন এটিই দেখার, কি সিদ্ধান্ত নেয় সিএবি।