শুভ জন্মদিন সৌরভ : দেখে নিন ক্রিকেটের মহারাজের কেরিয়ারের সেরা পাঁচ ইনিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বিসিসিআই সভাপতি তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ৫০তম জন্মদিন। আর এই উপলক্ষ্যে গোটা দেশ তথা ক্রিকেট বিশ্ব উচ্ছ্বসিত মহারাজের জন্মদিনে।
বিশ্ব ক্রিকেটের সুদর্শন বাঁ হাতি ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন সৌরভ। তার অফসাইডের প্রতিটি শট যেন মনে রাখার মত। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন, এবং ব্যাট হাতেও অসংখ্য চমৎকার ইনিংস খেলেছেন সৌরভ।
৫০তম জন্মদিন উপলক্ষ্যে, আমরা দেখে নেব সৌরভের সেরা এমন পাঁচ ইনিংস, যা পরিস্থিতির দিক থেকে অত্যন্ত চিত্তাকর্ষক।
১. ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রান
১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেন সৌরভ। বলা বাহুল্য, সেই বিশ্বকাপে অত্যন্ত খারাপ শুরু করেছিল ভারত। এবং শ্রীলঙ্কা ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল জেতার জন্য। এই পরিস্থিতিতে শুরুতে ওপেনার সদগোপান রমেশ আউট হওয়ার পর হাল ধরেন সৌরভ ও রাহুল দ্রাবিড়। ১৫৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন সৌরভ, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১১৫।
২. ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান
পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে নিজের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর করেন সৌরভ। দুর্ধর্ষ পাক বোলিং আক্রমণের বিরুদ্ধে ২৩৯ রান করেন সৌরভ, যেখানে ৩০টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
৩. ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৪ রান
ব্রিসবেন, যা অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশী দলগুলির কাছে বধ্যভূমি হিসেবে পরিচিত, সেখানে প্রতিপক্ষ দলের ব্যাটারদের রান করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু ২০০৩ সালের সিরিজে, সৌরভ গাঙ্গুলি ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন গাব্বার মাটিতে। জেসন গিলেসপি, নাথান ব্র্যাকেন, অ্যান্ডি বিকেল, স্টুয়ার্ট ম্যাকগিলের বোলিং আক্রমণের বিরুদ্ধে লড়ে অসাধারণ এই ইনিংস খেলেন সৌরভ।
৪. ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান
লর্ডসে সৌরভের সেই অভিষেকের কথা কেই বা ভুলতে পারে। ক্রিকেটের মক্কায় নিজের অভিষেক টেস্টে তিন নম্বরে নেমেছিলেন সৌরভ। এবং ৩০১ বল খেলে ১৩১ রান তুলে নেন সৌরভ। সেই ইনিংসের সৌজন্যে ভারতীয় দলে জায়গা পাকা হয় সৌরভের, এবং আগামী দিনগুলিতে তৈরি করেন নিজের সাম্রাজ্য।
৫. ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪১ রান
আইসিসি নকআউট কাপের সেমি ফাইনালে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সৌরভ। অপরাজিত ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মহারাজ। প্রায় ১০০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ১১টি চার ও ছয়টি ছয় মারেন সৌরভ। আর এর জেরে ভারত ৯৫ রানে জিতে ফাইনালে জায়গা করে নেয়।