'রোহিত কোথায়?' ভক্তের প্রশ্নে মজার জবাব ঋষভ পন্থের, জানলে হাসি আটকাতে পারবেন না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল শেষ, এবার টেস্ট ক্রিকেটে নিজেদের সেরাটা দেখানোর পালা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যেই চলে গিয়েছে ভারতীয় দল। তবে এই সিরিজে ভারত অবশ্যই মিস করবে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হিটম্যান।
রোহিতের টেস্ট দলে না থাকাটা এখনও মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। সেই কারণে যখন ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন সহ অধিনায়ক ঋষভ পন্থকে এক অনুরাগী জিজ্ঞেস করেন রোহিত শর্মা কোথায়? কিন্তু পন্থও ছাড়ার পাত্র নন। দিলেন এমন জবাব, যা সত্যিই মজার।
পন্থ বলেছেন, "রোহিত ভাই বাগানে ঘোরাঘুরি করছেন। ওনার বাগানের কথা মনে তো খুবই পড়বে।" আর এই বক্তব্যে শুধু সেই অনুরাগী নন, নেটদুনিয়াও হাসিতে মজেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে গত সিরিজে জুনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে রোহিতের বাগানে ঘুরে বেড়াবার উদ্ধৃতিটি বেশ জনপ্রিয় হয়েছিল। তার সাথে মিল রেখে এবার জবাব দিলেন পন্থ।