কমনওয়েলথ গেমসের আকর্ষণ ভারত-পাকিস্তান মহারণ, ১২ লক্ষ টিকিট বিক্রি শেষ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বার্মিংহ্যামে আগামী ২৮ জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমস নিয়ে আগ্রহ চরমে। এবং এবারের গেমসের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে মহিলা ক্রিকেট। এবং এই ইভেন্টের সব থেকে বড় ম্যাচ হতে চলেছে আগামী ৩১ জুলাই এজবাস্টনে, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
এবং এই নিয়ে আগ্রহ চরমে স্থানীয় মানুষদের। এজবাস্টনে প্রচুর ভারত ও পাকিস্তানি সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। এবং এই নিয়ে বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড জানিয়েছেন, সমস্ত টিকিট নিঃশেষ হয়ে যেতে পারে এই ম্যাচের।
এই নিয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রিড বলেছেন, "আমি নিজের ক্রিকেটের বড় ভক্ত। ভারত পাকিস্তানের সাথে একই গ্রুপে রয়েছে এবং বার্মিংহ্যামে এই নিয়ে আগ্রহ চরমে। এটি একটি আইকনিক মাঠ, ভারতীয় পুরুষ দল কয়েক সপ্তাহ আগে এখানে খেলে গিয়েছে। তাই এটি নিঃসন্দেহে গেমসের অন্যতম আকর্ষণ হবে।"
ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য। রিডের কথায়, ইতিমধ্যেই সেমি ফাইনাল ও ফাইনালের টিকিট শেষ হয়ে গিয়েছে। এবং খুব শীঘ্রই ভারত ও পাকিস্তানের মহারণের টিকিটও শেষ হতে চলেছে।